১৪নং ওয়ার্ড ছাত্রলীগের ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৮:৪২:০৩ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি সম্মান জানিয়ে আমাদের সবাইকে করোনা মোকাবিলা ও দুস্থদের পাশে দাঁড়াতে হবে। করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষগুলো অনেক সংকটে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি শুক্রবার বাদ আসর নগরীর চৌহাট্টাস্থ পয়েন্টে পবিত্র রমজান মাস উপলক্ষে ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণির উদ্যোগে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য দেলোয়ার হোসাইন দিলাল, এহসানুল হক এহসান, তাহমিদ আহমদ তালুকদার, বিজয় দেব, এম.ফয়েজ আহমদ, উজ্জ্বল আহমেদ, ওসমান গনি, তুষার, তপু, ইমন, ফয়ছল, মিলাদ, রাহেল, রাব্বি, রাজু, সান্ত, মুক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি