হাজার টাকা মণে ১৪ লাখ টন ধান কিনবে সরকার
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৯:১৩:৪৯ অপরাহ্ন
হবিগঞ্জে কৃষিমন্ত্রী
হবিগঞ্জ প্রতিনিধি: কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, এবার হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ঠিকভাবে ঘরে তুলতে পারলে করোনাকালে দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না। কৃষকরা যেন নির্বিঘ্নে ধান কাটতে পারেন এর জন্য সরকার শ্রমিক সংকট দূর করেছে। এই লকডাউন পরিস্থিতিতেও বাহিরের জেলা থেকে হাওর অঞ্চলে শ্রমিক আনার ব্যবস্থা করেছে। সারাদেশে কয়েক হাজার হারভেস্টার মেশিন বিতরণ করেছে।
ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ধানের দাম নিয়ে আপনারা শঙ্কিত হবে না। কৃষকরা বাংলাদেশের প্রাণ, তারা যেন লাভবান হয় সেই জন্য গতবছর ধানের অনেক দাম ছিল। এ বছরও তাই হবে। গতকাল আমরা ধানের দাম নিয়ে বৈঠক করেছি। শিগগিই ধানের দাম চূড়ান্ত হবে। এছাড়া সরকারের পক্ষ থেকে সঠিক দাম দিয়ে ধান কেনার ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, এমন দাম দিব যাতে কৃষকরা খরচ তুলেও লাভ করতে পারে। কৃষক যাতে এক হাজার টাকার কম না পায় সেই দামে আমরা ১৪ লাখ টন ধান কিনব।
মন্ত্রী বলেন, কৃষিকে বাঁচিয়ে রাখতে খনন করা হবে খাল-নদী। কৃষির উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, হেফাজতের কাঁধে ভর করে জামায়াত-বিএনপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হবে না। আমরা তাদের ষড়যন্ত্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছি। দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এদেশের মাটি থেকে তাদেরকে নির্মূল করা হবে। যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, তাদের বিচারও এভাবেই হবে।
শুক্রবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা হাওরে বোরো ধান কাটা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মো. আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, ৪নং ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, রিপোর্টাস ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাহিবুর রহমান, শেখ মারুফ আহমেদ প্রমুখ।