নগরে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৯:১৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : লকডাউনের ১০ম দিনে আরো ঢিলেঢালা সিলেটের অবস্থা। কঠোরতা নেই আইনশৃঙ্খলা বাহিনীর। নির্দেশনা মানার প্রবনতা নেই মানুষের মাঝে। প্রায় সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
শুক্রবার সিলেট নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মেজরটিলা, শিবগঞ্জ, সোবহানীঘাটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় অসংখ্য মানুষ। যাদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব। কাল ছুটির দিনেও সকালে পুলিশের বাঁশ ব্যারিকেড দেখা গেলেও বিকেলে আর দেখা যায়নি।
এ অবস্থায় কাল থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা যাবে। এ নিয়ে উদ্বেগ আছে সচেতন মহলের মাঝে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যারা আইন মানছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।