জগন্নাথপুরে ৫ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৫:৫২:১৯ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫টি দোকান আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট শান্তিগঞ্জ বাজারে।
শান্তিগঞ্জ বাজার সেক্রেটারি আবদুল হান্নান জানান, শুক্রবার ভোর রাতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আবারো ব্যবসা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়।