গুলিভর্তি রিভলবারসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ রিপন র্যাবের খাঁচায়
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৯:০০:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে গুলিভর্তি রিভলবারসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সুলতান আহমদ রিপন (২৮) কে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব সদস্য ডিএডি/ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
শনিবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মধ্যে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের যৌথ নেতৃত্বে নগরীর আম্বরখানা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃত সন্ত্রাসী সুলতান আহমদ রিপনকে নগরীর পুরাতন মেডিকেল খেত্রিপাড়া এলাকার ওসমানী মেডিকেলের স্টাফ কোয়ার্টারের মৃত আব্দুল খালিকের ছেলে।