বাসা-অফিসে হামলায় কাউন্সিলর লায়েকের মামলা
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৯:০১:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসায় ও অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে কাউন্সিলর লায়েক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারভুক্ত আসামীরা হলেন, নগরীর মুন্সিপাড়ার মোহাম্মদ আলী ছেলে ইসমাইল হোসেন আনন্দ (২৬), শেখ খানের ছেলে মুদা খান (২৭), মৃত শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী লাহিন (৪৮), মৃত রওশন মিয়ার ছেলে এরশাদ আলী (৪৫), শফিক মিয়ার ছেলে এডভোকেট আরিফ আহমদ (৩২), মৃত ইসমাইল মিয়ার ছেলে শফিক মিয়া ওরফে লাউটা শফিক (৬০), মৃত রওশন মিয়ার ছেলে মোহাম্মদ আলী ওরফে মাহমদ (৪৮) ও আকবর আলী পীর (৪৬), মোহাম্মদ আলীর ছেলে সাগর (১৯), জাকারিয়া মাসুদ খোকনের ছেলে জয়নাল আবেদীন রাহেল (২৮), মৃত মন্টু মিয়ার ছেলে মনির হোসেন (৪৫), শফিক মিয়ার ছেলে শরীফ আহমদ (২৫), জাকারিয়া মাসুদ খোকন (৪৯), মোগলাবাজার থানার কঠালপুর সেনবাজারের ইমাম উদ্দিনের ছেলে নয়ন আহমদ (৩৫) ও শড়িশপুরের মতছির আলীর ছেলে মো.মিজান (৩২)।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মুন্সিপাড়াস্থ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা এবং কার্যালয়সহ আশপাশ আরো ২০টি বাসায় ‘জয় বাংলা’ ও ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার’ শ্লোগান দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।