তারাপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৯:০২:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীর তারাপুরের জাহাঙ্গীরনগর থেকে ইয়াবাসহ রমজানকে (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃত রমজান ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ইব্রাহিমপুর গ্রামের নাছির আলীর ছেলে। বর্তমানে সে এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগর বাবুল মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।
শনিবার দুপুরে পুলিশ রমজানকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে শুক্রবার রাতে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।