এমপি মানিকের সাথে দোয়ারাবাজার সমিতির সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৯:২৩:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে শুক্রবার সন্ধ্যায় সিলেটে তার বাসভবনে সাক্ষাত করেছেন দোয়ারাবাজার সমিতি সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাতকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
সংগঠন এর সভাপতি মাসুক আহমদ তাহের ও সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন সি. ও. অফিসার (অব), মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুস সালাম খান, স্বপন কুমার সরকার, মোঃ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, এড. ভিকাশ অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, প্রচার সম্পাদক অসিত কুমার দাশ, সহ-দপ্তর সম্পাদক আশরাফ হোসেন লিলু, ক্রীড়া বিষয়ক সম্পাদক হরিধন দাস, সমাজ সেবা সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ করম আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক নেছার আহমদ, কার্যকরী কমিটির সদস্য নুরুল আমিন, মোঃ জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন খান, আব্দুল মালেক আকাশ এম এইস আদর প্রমুখ। বিজ্ঞপ্তি