গোয়াইনঘাটে চ্যানেল এস’র খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৯:২৪:২৩ অপরাহ্ন
গোয়ইনঘাট প্রতিনিধিঃ চ্যানেল এস রেসকিউএইড ট্রাস্ট এর পক্ষ থেকে গোয়াইনঘাটে দেড় শতাধিক পরিবারকে দেয়া হয় রমজানের খাদ্যসামগ্রী। শনিবার সকাল ১১টায় পূর্নানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামজিক দূরত্ব বজায় রেখে এ সমস্হ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক,অখন্ডিত ৫নং আলীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান গেলাম কিবরিয়া হেলাল। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল এসইউকের সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু, চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মালিক, সমাজসেবী আফতর উদ্দিন,সাবেক ছাত্রনেতা ইনসাদ হোসেন রাজিব বিশিষ্ট বয়াবসায়ী নাজিম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ। গোলাম কিবরিয়া হেলাল তার এলাকার মানুষের জন্যএই উদ্যোগ গ্রহনের প্রশংসা করে চ্যানেল এস পরিবার ইউকে এর আঃকাদির জিলানী,মোহাম্মদ জবায়ের সহ সকলকে ও বাংলাদেশের প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জানান। রমজানমাসে খাদ্য সহয়তা পেয়ে খুশী সহায়তা প্রাপ্তরা, তারা মহান আল্লাহর দরবারে সংশ্লিষ্টদের এই দান কবুলের জন্য দোয়া করেন।