কমলগঞ্জে ব্যবসায়ীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২১, ৯:২৮:১৫ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে পদ্মমোহন সিংহ (৫৯) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মাধবৎংর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও গ্রামে শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বিকেলে মাধবপুর বাজারের সঞ্চিতা টেইলারিং এর পরিচালক পদ্মমোহন সিংহ নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেন। আত্মীয়স্বজনরা দ্রæত তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে শোনেছি। কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষপানে আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন।