সিলেটে আরো ৩৫ জনের দেহে মিললো করোনার অস্তিত্ব
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ২:৩৪:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আরো ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট সরকারী বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা রোগী হিসেবে শনাক্ত হন।
জানা গেছে, শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের সকলেই সিলেট জেলার বাসিন্দা বলে ল্যাব সূত্রে জানা গেছে।
অপরদিকে, সিলেট সরকারী বক্ষব্যাধি হাসপাতালে ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তারা সবাই সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।