করোনায় মৃত্যু আবারো ১শ ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৫:১৩:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৩ জনে।রোববার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। এর আগে শনিবার (২৪ এপ্রিল) করোনায় ৮৩ জন মারা যান। ২ হাজার ৬৯৭ জন করোনা আক্রান্ত হন।