দোকানপাট-শপিংমল খোলা রাত ৯টা পর্যন্ত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৭:১৯:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশের দোকানপাট-শপিংমল, মার্কেট বিকাল ৫টার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
এ বিষয়ে হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে কোনও প্রজ্ঞাপন বা অফিস আদেশ জারি করা হয়েছে কিনা জানতে চাইলে হেলাল উদ্দিন জানিয়েছেন, পুলিশ কমিশনারের অনুমতি পেয়েছি। কোনও অফিস আদেশ দেওয়ার প্রয়োজন হলে তা পুলিশ কমিশনারের দফতর থেকে দেবে বলেও জানিয়েছেন তিনি।