কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৮:২৩:৫০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। ইউএনও ফরহাদ চৌধুরী রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মহীন দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই।