ভার্থখলায় রিভলবার-গুলিসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৮:২৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলি ও ৫ রাউন্ড গুলির খোসা লোড অবস্থায় পাওয়া যায়।
গ্রেফতারকৃত মো: শাকিল আহমদ (৩০) ভার্থখলার স্বর্ণালী বি বøকের ৫৬ নাম্বার বাসার মৃত হাজী খুরশিদ মিয়ার ছেলে।
রোববার অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এর আগে শনিবার রাত সোয়া ৩টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী চাঁন মিয়ার কলোনীর পিছন থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার রাতে মাদক ব্যবসায়ী জিয়াকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে সিলেট রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী চাঁন মিয়ার কলোনীর পিছনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলোনীতে অভিযান চালিয়ে রিভলবারসহ শাকিলকে আটক করা হয়। এ সময় ১ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা লোড অবস্থায় জব্দ করে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।