র্যাব-পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৮:২৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে র্যাব ১১ বোতল ফেন্সিডিল ও পুলিশ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।
রোববার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুত্র জানায়, নগরীর দর্শনদেউড়ি এলাকা থেকে র্যাব ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত রহমত আলী গোয়াইনঘাট থানাধীন ঘোড়ামারা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। রোববার দুপুরে গ্রেফতারকৃত রহমত আলীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
অপরদিকে দক্ষিণ সুরমার কদমতলী থেকে ইয়াবা ব্যবসায়ী ইমামুল হোসেন জিয়া (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জিয়া জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
রোববার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি জানান, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ কদমতলিস্থ কুইন্স টাওয়ারের পেছনে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ জিয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।