জামালগঞ্জ হাসপাতালে দালালদের দৌরাত্ম
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৮:৪৩:৩৮ অপরাহ্ন
তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে। এ কারণে রোগী ও রোগীর স্বজনরা পড়েছেন চরম বিপাকে। কর্তৃপক্ষের ঢিলেঢালা নিষেধে দালালদের কোন কর্ণপাতই হচ্ছেনা। অনেক রোগী ও তাদের স্বজনদের অভিযোগ হাসপাতাল সংলগ্ন গুটি কয়েক ফার্মেসী ও ডায়াগনস্টিক সেন্টারের লোকজন সেবা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশন নিয়ে টানাটানির ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে করে চরম বিড়ম্বনা ও অনেক রোগীরা হেনস্তার শিকার হতে হচ্ছেন।
অনেকের অভিযোগ দালালরা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ও হাসপাতাল চত্বরে গিয়ে রোগী ধরে আনতে অপেক্ষমান থাকে। শুধু তাই নয় হাসপাতাল ডিউটির শেষে ডাক্তারের চেম্বারে গিয়েও রোগী নিয়ে আসার জন্য দালালদের ঘুরঘুর করার অভিযোগ শুনা যাচ্ছে। গতকাল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ও হাসপাতাল চত্বর ঘুরে রোগীদের অন্তহীন অভিযোগ শুনতে হয়েছে। চিকিৎসা নিতে আসা বয়ষ্ক রোগীর এক স্বজন নাসির উদ্দিন বলেন, ‘ভাই কি কইমু আমার রোগীরে ডাক্তারে পরীক্ষার জন্য একটি টেষ্ট এক্সরে দিয়েছেন। ওই ডাক্তারের রুম থেকে বের হতেই আমার প্রেসক্রিপশন নিয়া টানাটানি শুরু করছে।’
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঈন উদ্দিন আলমগীর বলেন, প্রেসক্রিপশন ও রোগীদের নিয়ে টানাটানির বিষয়ে রোগী ও স্বজনরা আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি শুনার পর হাসপাতালে দালালমুক্ত করতে সাইনবোর্ড টানিয়ে দিয়ে নিষেধ করেছি এবং কোন ফার্মেসী ও ডায়াগনস্টিকের লোকজনও যাতে এমন কাজ করে আমাদেরকে বিব্রত না করেন তা জানিয়ে দিয়েছেন। পরবর্তীতে এমন হলে প্রশাসন ও স্থানীয়দের সহযোগীতায় কঠোর পদক্ষেপ নিবেন বলেও জানান।