ছাতকে পৃথক সংঘর্ষে আহত অর্ধশত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৮:৫৪:৩৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে পৃথক দুটি সংঘর্ষে অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছে। শনিবার বিকেলে ও রাতে পৃথক স্থানে এ দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়ালে এক স্কুল ছাত্রীর নামের সাথে এক যুকের নাম লিখাকে কেন্দ্র করে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে আব্দুস সোবহানের পুত্র বাপ্পা ও আফতাব আলীর পুত্র জাহেদ পক্ষদ্বয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ ব্যক্তি আহত হয়। আহত যুবরাজ, আমির উদ্দিন, জাহেদ, সামছুল ইসলাম, আব্দুল কাহার, আব্দুল হান্নান, আব্দুল মনাফ মামুন, মোফাজ্জিল, কালাম মিয়া, আব্দুর রাজ্জাক, সায়েদা বেগম, খোকন, আব্দুল মতিন, সেলিমসহ অন্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে, শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিশুদের বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত সাইফুর, আসিদ আলী, ফারুক মিয়া ও আকতার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় সংঘর্ষই নিয়ন্ত্রনে আনে।