সুনামগঞ্জে প্রবীণ সাহিত্যিক ডা. করম আলীর ইন্তেকাল, আমীরে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৯:০১:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের প্রবীণ সাহিত্যিক সমাজসেবী ডাক্তার মোহাম্মদ করম আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মোহাম্মদপুর আবাসিক এলাকার তার নিজ বাসায় রোববার দুপুর সাড়ে ১২টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি পাঁচ নাতি দুই নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছে। বেশ কিছু দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ডাক্তার করম আলীর জানাজার নামাজ রোববার মোহাম্মদপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে মোহাম্মদপুরস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডাক্তার মোহাম্মদ করম আলীর অসুস্থতার সংবাদ শুনে রোববার সকালে তার বাড়িতে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার মৃত্যু সংবাদ শুনে মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
জানাযাপূর্ব সমাবেশে মুসল্লিদের বক্তব্য রাখে জামেয়া ইসলামিয়া আল হেরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ খান, মুরব্বি মাস্টার আরশাদ আলী ও পরিবারের পক্ষে মরহুমের নাতি আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন।
আমীরে জামায়াতের শোক : প্রবীণ সাহিত্যিক সমাজসেবী সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি ডাক্তার মোহাম্মদ করম আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, ডাক্তার করম আলী আজীবন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রেখে গেছেন। যখন গাড়ি ছিলনা রাস্তা ছিলনা দুর্গম পথ পাড়ি দিয়ে এই অঞ্চলে ইসলামী আন্দোলনের ভীত তৈরিতে তার অবদান ভুলার নয়। তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি