দেশজুড়ে প্রচন্ড দাবদাহ
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৯:৫৯:২২ অপরাহ্ন
রাজশাহীতে তাপমাত্রা সর্বোচ্চ ৪১.৪, সিলেটে ৩৬.৬
স্টাফ রিপোর্টার: সিলেটসহ সারাদেশে প্রচন্ড দাবদাহে জনজীবনে নেমেছে চরম দুর্ভোগ। দেশে বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল রোববার।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুধু সিলেট নয়, দেশের প্রায় সবখানেই রোদের তীব্রতা বেড়েছে। সিলেটে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গতকাল সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রোববার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক রেকর্ড ৪০ দশমিক ৩ ডিগ্রি ছাড়িয়ে রাজশাহীতে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
সড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বসে আছেন চালক আব্দুল মান্নান। তিনি বলেন, নিচ থেকে আসছে সড়কের তাপ। আর উপর থেকে আসছে সূর্যের তাপ। দুইয়ে মিলে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এত গরম শেষ কবে পেয়েছিলাম, তা মনে করতে পারছি না। এমন গরম হলে সড়কে টেকাই মুশকিল হয়ে পড়বে।
শুধু রিক্সা চালকা বা সিএনজি অটোরিক্সা চালকই নন, পুরো সিলেটবাসীই এরকম গরম অনুভব করছেন কাল। বন্দরবাজার, আম্বরখানা, মদীনামার্কেট, রিকাবীবাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল গরমে অতিষ্ঠ হয়ে মানুষ শীতল বাতাস আর ছায়া খুঁজে বেড়াচ্ছেন। সড়কে একটু দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছে। সড়কের তাপ সরাসরি মুখে লেগে শরীরে গরম বাতাস প্রবেশ করছে।
আবহাওয়া অফিস জানায়, শনিবার ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, সোমবার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। সিলেট অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।