লিডিং ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ৭:৩৫:৪২ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘সিয়াম সাধনার আর্থ-সামাজিক তাৎপর্য’ শীর্ষক ভার্চুয়াল সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং কবি জসিম উদ্দিন হলের প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন। আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, হবিগঞ্জ এর উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলী, অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই উপস্থিত ছিলেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি।
ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফিজ রুম্মান আহমেদ। এতে নাশিদ পরিবেশন করেন শিক্ষার্থী হাফিজ ক্বারী আহমেদ রবি।