সিজেএর স্মরণসভা: ‘আগামীর সাংবাদিকতার জন্য হাসান শাহরিয়ার কিংবদন্তী’
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ৮:১৪:৪৫ অপরাহ্ন
প্রখ্যাত সাংবাদিক কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন‘র (সিজেএ) ইমেরিটাস সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হাসান শাহরিয়ারের ৭৫ তম জন্মদিন ছিল ২৫ এপ্রিল রোববার। এ উপলক্ষে তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ভোলায় একই কর্মসূচী পালিত হয়।
এদিকে সিজেএ‘র বাংলাদেশ চাপ্টার উদ্যোগে বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এক ভার্চুয়াল এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় হাসান শাহরিয়ারের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বিস্তর আলোচনা হয়। ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে সাবেক পররাষ্ট্র সচিব সমশের মবিন চৌধুরী বলেন, হাসান শাহরিয়ার সাংবাদিকতা করেছেন নিরপেক্ষভাবে। তিনি সাংবাদিকতা জগতে ছিলেন উজ্জ্বল নক্ষত্র। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশ-সমাজ ও সাংবাদিকতার দৃষ্টান্ত রেখে গেছেন। সমশের মবিন বলেন, তার সাংবাদিতার মান ইতিহাস হয়ে থাকেবে।
সভায় বক্তরা বলেন, হাসান শাহরিয়ার বাংলাদেশের সাংবাদিকতাকে বিশ^ দরবারে পৌঁছে দিয়ে দেশের জন্য যে সম্মান এনে দিয়েছেন তা বিরল। সাংগঠনিক দক্ষতা বলে তিনি আন্তর্জাতিক সংগঠন ও বহু ফোরামে নেতৃত্ব দিয়েছেন। তিনি সাংবাদিকতার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক কাজ করেছেন । বক্তারা বলেন, তার শূণ্যতা পুরণ হওয়ার মত নয়। তিনি যে সততা ও দক্ষতার সাথেই সাংবাদিকতা করেছেন তাই নয়। তিনি ছিলেন সর্বমহলে গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব। বক্তারা বলেন, আগামীর সাংবাদিকতার জন্য হাসান শাহরিয়ার কিংবদন্তী। তাকে অনুসরণ করলে এদেশের সাংবাদিকতার মান উন্নত হবে। সাংবাদিকদের মর্যাদা বাড়বে। তিনি স্বাধীনতা ও মুক্তিযোদ্ধে বিশ^াসী ছিলেন। তিনি কাজ করেছেন দলমতের উর্ধে। তারা বলেন, তিনি অকৃতদার থাকলেও পারিবারিক জীবনেও ছিলেন দায়িত্ব সম্পন্ন এবং বন্ধুবৎসল।
সিজেএ‘র বাংলাদেশ চাপ্টার এর সভাপতি পারভিন চৌধূরীর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল শ্যামল দত্তের পারিচালনায় ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন, সিজেএ,র বাংলাদেশ চাপ্টার এর সাবেক সভাপতি ফরিদ হোসেইন, বর্তমান সহ-সভাপতি আবদুল জলিল ভূইয়া, কোষাধ্যক্ষ চপল বাসার, যুগ্ম সম্পাদক ওসমান গণি মসনুর ও হুমায়ূন রশিদ চৌধুরী যথাক্রমে চট্টগ্রাম ও সিলেট থেকে যোগ দেন। হাইকোর্টের সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সাংবাদিক বাদল রায়, প্রণব সাহা, রেজাওয়ানুল হক রাজা। সভার শুরুতে হাসান শাহরিয়ারের মৃত্যুতে সিজেএ ইন্টারন্যাশনাল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের শোক বার্তা পাঠ করে শুনান সেক্রেটারী জেনারেল শ্যামল দত্ত। বিজ্ঞপ্তি