ছাতকে অপহরণের ৬ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ৮:৪৫:০২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতক থেকে অপহৃতা শিশু হালিমা নুশরাত উর্মিলা (৫)কে মাত্র ৬ ঘন্টার মধ্যে সিলেট নগরীর গোটাটিকর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী রুকন আহমদ (২৮) কেও পুলিশ আটক করতে সক্ষম হয়। অপহৃতা শিশু হালিমা নুশরাত উর্মিলা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের মকরম আলীর কন্যা এবং গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজার ভাতিজি।
এ তথ্যটি নিশ্চিত করেন ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম।
জানা যায়, সোমবার সকাল প্রায় ১০টার দিকে একটি নোহা গাড়ী যোগে পরিবারের লোজনদের সাথে উর্মিলা গোবিন্দগঞ্জের আসে। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে এবং উর্মিলাকে গাড়িতে রেখে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে দোকানে যান পরিবারের লোকজন। সেই ফাঁকে গাড়ি চালক পাশের ডাচবাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে যায়। এসময় শিশু হালিমা নুশরাত উর্মিলা গাড়িতে একাই ছিল। এ সুযোগে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের কুটি মিয়ার পুত্র অপহরণকারী রুকন আহমদ চালক সেজে গাড়ি নিয়ে চম্পট দেয়। পরে চালক ও উর্মিলার পরিবারের লোকজন যথাস্থানে গাড়ি না পাওয়ায় চারিদিকে হৈ-চৈ পড়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করা হলে মাত্র ৬ ঘন্টার মধ্যে সিলেট নগরীর গোটাটিকর এলাকার আলাউদ্দিন মিয়ার ভাড়া দেয়া বাসা থেকে শিশু উর্মিলাসহ অপহরনকারী রুকন মিয়াকে আটক করে পুলিশ।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিনের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করেন থানার সেকেন্ড অফসিার হাবিবুর রহমান পিপিএম ও এসআই মুহিন উদ্দিন।
প্রায় ৬ ঘন্টার সাড়াঁশি অভিযানে অপহৃত শিশু উর্মিলাকে উদ্ধার করা হয়। অপহরণকারী রুকন মিয়া গোটাটিকর এলাকার আলাউদ্দিন মিয়ার একটি বাসার ভাড়াটে। ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।