ছাতকে বিড়িসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ৮:৫১:৩৭ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: ছাতকে র্যাবের অভিযানে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২ লাখ ৯৪ হাজার শেখ নাসির উদ্দিন বিড়ির চালান আটক করা হয়েছে। এসময় মো. আব্দুল মুসাব্বির (৭০) নামের একজনকে একটি প্রাইভেট কারসহ আটক করা হয়। মুসাব্বির উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরকালীদাস (কাইল্লাচর) গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র। সোমবার দুপুরে র্যাবের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠাানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, রোববার সকালে র্যাব-৯ সুনামগঞ্জ শাখার একটি দল চরকালীদাস গ্রামে ঘটনাস্থলে গিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ওই বিড়ির চালানসহ মো. আব্দুল মুসাব্বিরকে আটক করে। এরআগে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। মুসাব্বিরকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার রাতে থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।
থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন বলেন, এই ঘটনায় র্যাব-৯ (সিপিসি-৩) এর উপ-পরিদর্শক মোহাম্মদ সুমন ভুইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।