গোয়াইনঘাটে সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ৯:৫১:১১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে পশ্চিম জাফলং ইউপির গহড়া গ্রামে রুপাবিল কৃষি সেচ প্রকল্পের দু’টি দশ কেবির ট্রান্সফরমার চুরি হয়েছে। রোববার রাত ২টার পর কোন সময়ে এ ঘটনা ঘটেছে বলে গ্রামবাসি সূত্রে জানা যায়।
রোববার রাতে ভালো আবহাওয়া থাকার পরও ঐ এলাকার কয়েকটি গ্রাম ছিল দুপুর পর্যন্ত বিদ্যুৎবিহীন। রাতে নির্বিঘেœ দুর্বৃত্তরা নঙ্গর দিয়ে তালাবদ্ধ ট্রান্সফরমার নামিয়ে ভিতরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে মাঠে ফেলে রেখে দেয় এবং ভিতরে থাকা তামার তারগুলো নিয়ে যায়। বিষয়টি শুনে গোয়াইনঘাট এরিয়া অফিসে জানালে লোকজন সরজমিন আসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহও তাৎক্ষণিকভাবে সরজমিন আসেন এবং এ ব্যাপারে করণীয় বিষয়ে পরামর্শ দেন।
গ্রামবাসীদের ধারণা বিদ্যুৎ বিষয়ে পারদর্শী লোকই এ ধরনের অপকর্ম করছে। কৃষকদের উৎপাদন করছে ব্যহত। এলাকায় একের পর এক ট্রান্সফরমার চুরি করে কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এই সকল চোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ কৃষকরা।