সিলেটে ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১০:০৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরতলির শাহপরাণ এলাকায় এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, রোববার বিকেলে শাহপরাণ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শাহ কুতুব ফল ভান্ডারকে ১ হাজার, মফিজ উদ্দিন ফুডসকে ২ হাজার , শিপুল ফলের দোকানকে ২ হাজার, হাবিব ফল ভান্ডারকে ১ হাজার, ও শাহজালাল ফলের দোকানকে ২ হাজার- এই ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৮ টাকা অর্থদ- প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান-আল-আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।