গৃহবধূ তামান্না হত্যা : ঢাকা দেকে আটক স্বামী ৫ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১০:০৬:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চাঞ্চল্যকর নগরীর কাজীটুলা এলাকায় নববধূ সৈয়দা তামান্না বেগমকে হত্যা মামলার প্রধান আসামী নিহতের স্বামী আল মামুনকে রোববার রাতে ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুল মান্নান আসামীকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রায় ৫ মাস পর তথ্য প্রযুক্তির সহযোগীতায় রোববার রাতে তাকে ঢাকার কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল মামুন বরিশালের বাবুগঞ্জ থানার হোগলারচর গ্রামের বাসিন্দা। তাকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান।
তিনি বলেন, আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে এবং কি জন্য তামান্নাকে হত্যা করা হয়েছে সেসব তথ্য জানার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে গেল বছরের ২৩ নভেম্বর দুপুরে দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকার মেয়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়ে যায়। পরে ওই রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে স্বামী মামুনসহ ৬ জনকে আসামী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।