বীর মুক্তিযোদ্ধা তাহের আমিন আর নেই
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৭:০০:৫২ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ওরফে তাহের আমিন (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত রাড়ে ৮ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের নিজ বাসায় বাধ্যক্ষজনিক কারণে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদের তাঁর যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় সর্¤§ান জানানো হয়। রাষ্ট্রীয় সম্মান জানান, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন ও শ্রীমঙ্গল থানা ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ চৌকস একদল পুলিশ সদস্য। পরে তাকে করেজ রোড কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে,২ মেয়েসহ নাতি নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার গ্রামেরবাড়ি নোয়াখালী’র চাঁদপুর জেলায়। তিনি স্বাধীনতার পর শ্রীমঙ্গলে স্থায়ী ভাবে বসবাস করছিলেন।