মহানগর শ্রমিক কল্যাণের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৮:৩০:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, দেশের প্রতিটি উন্নয়ন অগ্রগতির সাথে শ্রমিকের ঘাম জড়িত রয়েছে। ইতিহাস স্বাক্ষী দেশ জাতির যে কোন স্বার্থে শ্রমিকরা সব সময় নিজেকে উৎসর্গ করে। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও শ্রমিকদের অধিকার আজো প্রতিষ্ঠিত হয়নি। কারণ ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ ব্যাতিত শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক শ্রমনীতির বাস্তবায়নের মাধ্যমেই এদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে। তাই আসন্ন ১ মে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। নিজেদের অধিকার সমাজ ও রাষ্ট্রের কাছে তুলে ধরতে হবে।
তিনি মঙ্গলবার বিকালে মহান মে দিবস পালন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট ইয়াসীন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা কফিল উদ্দিন আলমগীর, বদরুজ্জামান ফয়সাল, মাও আব্দুল্লাহ, আব্দুল জলিল, মিয়া মোহাম্মদ রাসেল প্রমূখ। বিজ্ঞপ্তি