বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৮:৩২:০৫ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে এতিমদের নিয়ে কুরআন খতম, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার নগরীর শিবগঞ্জস্থ একটি এতিমখানায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, মহানগর সহ-সভাপতি ও ২১নং ওয়ার্ড সভাপতি আব্দুল আলিম দীপক, মহানগর সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট আবুল ফজল, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম, মহানগর সহ-প্রচার সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, ১৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা জাসাস সভাপতি জসিম উদ্দীন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মওদুদুল হক মওদুদ, ২০নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, ২১নং ওয়ার্ডের সহ-সভাপতি মিলু আহমদ, ২০নং ওয়ার্ডের সহ-সভাপতি ডা: হাফিজ আহমদ, ২১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, ২১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো: পাপলু, যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ ও যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, ২১নং ওয়ার্ড যুবদলের সদস্য মাহফুজুর রহমান, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা সবুজ খান, জেলা ছাত্রদল নেতা মোতালিব পাশা, মহানগর ছাত্রদল নেতা সামাদ লস্কর, ২০নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি