কমলগঞ্জে ‘স্বপ্নের ফেরিওয়ালা’র বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৮:৩৪:৪০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র প্রায় অর্ধশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘স্বপ্ন ফেরিওয়ালা’। সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে (প্যাকেটে ২কেজি চাল, ১ কেজি পেয়াঁজ, আধা লিটার তেল, আধা কেজি চিনি, আধা কেজি ছোলা, ১ প্যাকেট সেমাই) বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা গত সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক সজীব দেবরায়, সহ-সভাপতি শাহ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ চৌধুরী, সদস্য রেদওয়ান অর রশীদ ভূইয়া, বিলাত আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা।