ঘিলাছড়ায় খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৮:৩৫:১৯ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা: মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্যার এনাম উল ইসলামের ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জহির, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হুসেন, ফয়েজ আহমদ, সাংবাদিক আতাউর রহমান আতা, আব্দুল মছব্বির সিটির সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর সামসুল ইসলাম, স্থানীয় মুরব্বি ইসহাক আলী, ফুল মিয়া প্রমুখ।