মাধবপুরে বৃদ্ধকে হুইল চেয়ার প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৮:৩৫:৫৪ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে হতদরিদ্র শতবর্ষী এক নারীকে হুইল চেয়ার দিলেন ইউএনও ফাতেমা তুজ জোহরা।
উপজেলার ধর্মঘর ইউনিয়নের হতদরিদ্র রাহিয়া বেগমের সহায় বলতে কিছু নেই। রোগাক্রান্ত শরীর নিয়ে কিছু করার শক্তি নেই। এ ঘটনায় ঐ নারীর দুর্দশার বর্ণনা দিয়ে ২৪ এপ্রিল এলাকার বাসিন্দা জাকির হোসেন ও সালাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।
মঙ্গলবার অসহায় রাহিয়া বেগমের বাড়িতে গিয়ে হাজির হন তিনি। হুইল চেয়ার ও খাদ্য সহায়তা দিয়ে ওনার খোঁজ খবর নেন ফাতেমা তুজ জোহরা।