শিক্ষার্থীর মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৮:৪৯:২৩ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার লুবনার মৃত্যুতে শোক জানিয়েছে লিডিং বিশ্ববিদ্যালয় পরিবার। মঙ্গলবার সকালে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯তম ব্যাচের সেকশন এ এর এই শিক্ষার্থীর। তাহমিনা আক্তার লুবনার পিতার সাদেকুল হক এবং মা জয়গান খানম, বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণবাগের কালাজুরা।
এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রাশেদুল ইসলাম। বিজ্ঞপ্তি