তুরুকখলা হাড়িয়ারচরে প্রবাসীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৮:৫০:২১ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির প্রবাসী উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার তারাবির নামাজের পর মনির আলীর বাড়িতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক। উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, কোষাধ্যক্ষ সেবুল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুদ্রত আলী, কার্যনির্বাহী সদস্য মাসুম আহমদ প্রমুখ। সংবর্ধিত অতিথি প্রবাসী শহিদুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ। বিজ্ঞপ্তি