সিলেটে তিন উপজেলায় বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৯:১৮:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের তিন উপজেলায় বুধবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের পল্লীবিদ্যুৎ-২-এর দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ-২-এর কাশিপাকাপন আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফয়েজ উল্লাহ।
সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে সিলেটের ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। বিকেল ৪টায় মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিষয়টি গ্রাহকদের জানিয়ে এসব এলাকায় মাইকিং করা হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, মেরামতকাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।