সিলেটের বন্দরগুলোতে পণ্য পরিবহনে কড়াকড়ি
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ৯:৫৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রী চলাচল বন্ধ থাকলেও তামাবিলসহ সিলেটের সাতটি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই ভারতের পণ্যবাহী ট্রাক নিয়ে চালকেরা বাংলাদেশে প্রবেশ করছেন। তবে এপারে এসে ট্রাকচালকদের ট্রাকেই থাকার নির্দেশনা থাকলেও তাঁরা বাইরে ঘোরাঘুরি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দেশের অন্যান্য বন্দরের মতো মঙ্গলবার থেকে ১৪ দিনের জন্য তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারত থেকে প্রতিদিন কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে অসংখ্য ট্রাক ঢুকেছে বাংলাদেশে।
সরেজমিনে দেখা গেছে, তামাবিল স্থলবন্দরে শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ওপারে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা দাঁড়িয়ে আছেন। ভারতীয় পণ্যবোঝাই মালামাল নিয়ে ট্রাক প্রবেশ করছে বন্দরে। এ সময় ভারতীয় চালকদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়া ছিল। তা ছাড়া শূন্যরেখার সড়কে দুই পাশে দুই ব্যক্তিকে দাঁড়িয়ে যানবাহনগুলোতে জীবাণুনাশক স্প্রে করতে দেখা গেছে। চালকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্বাস্থ্য সহকারী ভারতীয় ট্রাকচালকদের প্রাথমিকভাবে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করেই বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন।
তবে অভিযোগ রয়েছে ভারতীয় ট্রাকচালক স্বাস্থ্যবিধি মানছেন না। তাঁদের ট্রাকের কেবিনে থাকার কথা। কিন্তু তাঁরা বাইরে নেমে ঘোরাঘুরি করছেন। এতে স্থানীয় পাথরশ্রমিকসহ ব্যবসায়ীরা করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। এ সময় ভারত থেকে আসা ট্রাকচালক বলেন, তাঁদের দেশেও পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। বাংলাদেশেও শরীরের তাপমাত্রা মেপে প্রবেশ করেছেন।