হবিগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৮:০১:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৪১ কেজি গাঁজাসহ পেশাদার ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রুস্তমপুরে এ অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর একটি দল।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে নবীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে বুধবার দুপুরে পুলিশ আটককৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
তারা হলো, সুনামগঞ্জের ছাতক থানাধীন খাড়াই গ্রামের আলকাছ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) ও একই থানাধীন উত্তরবড় কাফন গ্রামের আশিক আলীর ছেলে তাইবুর রহমান (২৮)।