লাশের পরিচয়ের খুঁজে পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৮:১০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে এক অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় খোঁজছে পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়স্ক এই নারীর মৃতদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওসমানী হাসপাতালের মূল ভবনের ২য় তলার সিড়ির পাশে একজন অজ্ঞাতনামা নারীকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। কেউ যদি লাশটি চিনতে পারেন তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বর্তমানে মৃতদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।