কেজি দরে তরমুজ বিক্রি, সিলেটে অভিযান
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৮:২১:০৪ অপরাহ্ন
স্বপ্নসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার : তরমুজ নিয়ে কয়েকদিন ধরে চলছে তুলকালাম কাণ্ড। চাষীদের কাছ থেকে কম দামে তরমুজ কিনে বেশি দামে বিক্রি করা হচ্ছে। সিলেটে একশ্রেণীর ব্যবসায়ীরা গ্রীষ্মকালীন এই ফলটি কেজি দরে বিক্রি করছেন। এ নিয়ে গতকাল দৈনিক জালালাবাদে ‘নাগালের বাইরে তরমুজ, নেই মনিটরিং’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের।
বুধবার সিলেটের ফলের প্রধান আড়ৎ দক্ষিণ সুরমার কদমতলির ৪টি দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-৯। এ সময় তরমুজের মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রি, তরমুজের ক্রয় মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকায় ৪ দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে বীণা ফলের আড়ৎকে ২ হাজার, মোজাম্মেল ফলের আড়ৎকে ৪ হাজার, সুলতান এন্টারপ্রাইজকে ৪ হাজার এবং মের্সাস মা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
একই দিনে তরমুজ প্রতি ৩০০ টাকা লাভ করার দায়ে চেইন শপ স্বপ্ন উপশহর শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও অধিপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহায়তা করে র্যাব-৯ এর একটি টিম।