দক্ষিণ সুরমায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৮:১৭:৫৪ অপরাহ্ন
মহামারী করোনার প্রাদুর্ভাবে সারাদেশে লকডাউন ও শ্রমিক সংকটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলার তেতলী ইউনিয়নের বলদী গ্রামের অসহায় কৃষক ইলাছ মিয়ার বোরো ধান কেটে দিলো উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। বুধবার দুপুর ১২টায় উপজেলার তেতলী বলদীর ইলাছ মিয়ার প্রায় ১.৫ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন যুবলীগের নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ আশিক আলী নেতৃত্বে ধান কাটায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা উপজেলার যুবলীগের সদস্য লাহিনুর রহমান লাহিন, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছ আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি লিটন খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম লিটন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা এম আলী হোসাইন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, দাউদপুর ই্উনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ্অল মামুন, যুবলীগ নেতা জাকিরুল ইসলাম লায়েক উজ্জল আহমদ, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, সুজন কর প্রমুখ। বিজ্ঞপ্তি