দক্ষিণ সুরমায় ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৮:২১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
বুধবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আক্কাস আলী (২৩) ওসমানীনগরের মোল্লাপাড়ার মনছব উল্লাহ’র ছেলে। বর্তমানে সে মোমিনখলায় কয়েছ মিয়ার কলোনীর ভাড়াটিয়া।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার কদমতলীস্থ রুচি হোটেলের সামনে থেকে মাদক ব্যবসায়ী আক্কাস আলীকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।