জালালাবাদ গ্যাসের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৮:৩১:০১ অপরাহ্ন
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর উদ্যোগে মেন্দিবাগ প্রধান কার্যালয় ও সিলেট বিভাগের বিভিন্ন আঞ্চলিক বিতরণ কার্যালয়ে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২টায় হতে কোম্পানীর প্রধান কার্যালয় সিলেট-এর গ্যাস ভবন চত্বর হতে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী, মহাব্যবস্থাপকগণ, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং জাতীয় শ্রমিক কর্মচারী লীগ এর নেতৃবৃন্দের উপস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ এর নেতৃত্বে অসহায় গরীব, রিক্সাচালক, ভ্যান গাড়ি চালক ও নি¤œ আয়ের মানুষের মাঝে চাল, ডাল, পিয়াজ, আলু, সয়াবিন তৈল, সেমাই ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচীতে প্রধান কার্যালয় ছাড়াও সুনামগঞ্জ, ছাতক, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শাহজীবাজার, কুলাউড়া আঞ্চলিক বিতরণ কার্যালয় হতেও স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি