কোম্পানীগঞ্জে ভারতীয় খাসিয়ার ধাওয়ায় বাংলাদেশী যুবক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ২:৫২:১২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ, প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ও গোয়াইনঘাট সীমান্তের দমদমা এলাকায় ভারতীয় খাসিয়ার ধাওয়ায় এক বাংলাদেশী যুবক নিখোঁজ রয়েছে।
নিখোঁজ ওই যুবকের নাম নুরুজ্জামান (২৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের মৃত আব্দুর রেহমানের ছেলে।
জানা যায়, বুধবার (২৮ এপ্রিল) সকালে ১২৫৯/২-এস পিলারের পাশে ভারতের রাম্বিয়া এলাকায় একটি সুপারির বাগানে সুপারি চুরি করতে যান নুরুজ্জামানসহ আরো ৪ জন বাংলাদেশী যুবক। বিকেল ৬টায় সেখান থেকে ফেরার পথে বাগানে দায়িত্বে থাকা ভারতীয় খাসিয়া নাগরিক তাদেরকে দেখে গুলি ছুঁড়লে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নুরুজ্জামানের সাথে থাকা তার ভাই নূর উদ্দিন, গিয়াস উদ্দিন ও নজরুল পালিয়ে আসতে সক্ষম হলেও সে আসতে পারেনি। রাতে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নুরুজ্জামান নিখোঁজ রয়েছে। তার সন্ধান এখনো পাওয়া যায়নি।
এদিকে নুরুজ্জামানের সাথে থাকা যুবকরা জানান, ঘটনার সময় গুলির শব্দ হওয়ায় ধারণা করছি খাসিয়ার গুলিতে নুরুজ্জামান নিহত হয়েছে।
নিখোঁজ যুবকের ভাই নূর উদ্দিন জানান, আমরা বাংলাদেশে ফেরার সময় ভারতীয় খাসিয়া ২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় আমরা একেকজন একেক দিকে পালিয়ে যাই। আমরা ৩ জন বাংলাদেশে পালিয়ে আসি কিন্তু নুরুজ্জামানকে এখনো খোঁজে পাওয়া যাচ্ছে না।
দমদমা বিজিবি ক্যাম্প জানিয়েছে, বাংলাদেশী যুবকের নিখোঁজ হওয়ার বিষয়টি আমরাও শুনেছি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সীমান্তে আমাদের ফোর্স তৎপর রয়েছে।