ভোক্তা অধিকার বিশেষ সেবা সপ্তাহ শুক্রবার থেকে শুরু
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ৬:১১:৩৫ অপরাহ্ন
পবিত্র রমাজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও আগামীকাল শুক্রবার থেকে ৬ মে পর্যন্ত পালিত হবে ভোক্তা-অধিকার বিশেষ সেবা সপ্তাহ। এ সেবা সপ্তাহকে সফল করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কর্তৃক ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ নিশ্চিতকরণ, ন্যায্যমূল্যে ক্রয়বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শুক্রবার ও শনিবারসহ সপ্তাহের সাত দিন বাজার তদারকি কার্যক্রম আরো জোরদার করবে অধিদপ্তর।
এসময় সিলেট মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম ন্যূনতম ১৫ টি বাজারে অভিযান পরিচালনা করবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নগরীর প্রধান প্রধান বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসমূহে মূল্য তালিকা টানানোর বিষয়টি জনস্বার্থে নিশ্চিত করা হবে। এসকল বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে সচেতনতামূলক প্রচারণা চালানো, লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হবে। সেইসাথে জনসাধরণকে স্বাস্থ্য বিধি মানতে উদ্বুদ্ধকরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ,নগরীর বাজার সমূহে বিশেষ সেবা সপ্তাহের ব্যানার টানানো ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানোসহ আরো বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও টিসিবির ট্রাকসেল মনিটরিং জোরদারকরণ ও সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করবে অধিদপ্তর। পাশাপাশি করোনাকালীন সময় ও রমজান মাসে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন আমদানিকারক, আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও জনসাধারণকে সচেতন করতে পথসভারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেবা সপ্তাহরে সকল কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সহয়োগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মো: ফখরুল ইসলাম । বিজ্ঞপ্তি