বিয়ানীবাজারে অপহৃত স্কুলছাত্রী ঠাকুরগাওয়ে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ৮:৪৮:৫০ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত জায়েদ আহমদকে (২০) আটক করেছে তারা। আটক জায়েদ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর এলাকার সিরাজ উদ্দিন বাদাই এর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেপ্তারকৃত জায়েদ আহমদকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানায়, বিয়ানীবাজারের স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় গত ৬ এপ্রিল ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় এসআই শাহ মোঃ হিমেল বুধবার ভোরবেলা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন বাসন্ডি এলাকা থেকে ভিক্টিম স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।