মাধবপুরে নিজস্ব ভবনে পুলিশ ফাঁড়ি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ৮:৪৯:৩৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ দুই যুগ পর হরষপুর পুলিশ ফাঁড়ি নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে। এর আগে তেলিয়াপাড়ায় আধাপাকা দুতলা ভবনে ভাড়া নিয়ে কার্যক্রম ছিল। সরকারি অনুদানে এবং এলাকাবাসীর সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা নবনির্মিত পুলিশ ফাঁড়িতে দাফতরিক কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ওসি আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা, সমাজ সেবক দেওয়ান আব্দুল মোতালেব মতিন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাধবপুর পূর্ব অঞ্চল ও শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হরষপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা প্রায় দুই যুগ ধরে তেলিয়াপাড়া একটি বাসা ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে আসে। কিন্তু ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর। পরে তেলিয়াপাড়ায় পুলিশের একটি ভবন করার জন্য তখনকার হবিগঞ্জের পুলিশ সুপার বর্তমানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র প্রস্তাবে শাহজাহানপুর ইউনিয়নের মরহুম চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী পুলিশের ভবনের জন্য জমি দান করেন। পরে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ভবনের নির্মান কাজের উদ্ভোধন করেন। বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্বাবধানে মাধবপুর থানার সাবেক ওসি ইকবাল হোসেন ভবনটি নির্মান কাজ শেষ করেন। এতে প্রায় ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।