বিএনপি নেতার বাসায় হামলায় নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ৮:৫১:১৭ অপরাহ্ন
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ মালিকের দক্ষিণ সুরমার তেতলীর বাসায় সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির বার বার নির্বাচিত সভাপতি এম এ মালিকের দক্ষিণ সুরমার তেতলীর বাসভবনে ছাত্রলীগ-যুবলীগ নামদারি সন্ত্রাসীরা হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এর মাধ্যমে সিলেটের দীর্ঘদিনের রাজনীতির সহনশীল ও সম্প্রীতির রাজনীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করা হয়েছে। আগে ছাত্রলীগ সন্ত্রাসীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ধ্বংসাত্মক রাজনীতি শুরু করে। এর ধারাবাহিকতা তারা জেলা পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। এর পরিনতি কারো জন্য মঙ্গলজনক হবেনা। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে একই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, ভোর সকালে বিএনপির নেতার বাড়িতে হামলায় ঘরের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ তা নজিরবিহীন গুন্ডামী। বিজ্ঞপ্তি