বিশ্বম্ভরপুরে সরকারী দোকান কোটা নির্মাণের ভিত্তিপ্রস্তর
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ৯:২২:৪২ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি: বিশ্বম্ভরপুর উপজেলার সদর বিশ্বম্ভরপুর বাজারে সরকারী অর্থায়নে দোকান কোটা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর উদ্যোগে উপজেলা পরিষদের হাট বাজার তহবিলের অর্থায়নে বিশ্বম্ভরপুর বাজারে ৮টি ক্ষুদ্র দোকান কোটা নির্মাণ করা হবে। এরই লক্ষে বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর বাজারে দোকান কোটা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ স্বজল মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ মকলেছুর রহমাদ সরদার, বাজার বণিক সমিতির সভাপতি কপিল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসারের উদ্দ্যেগে উপজেলা সদরেরও ফুটপাতে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারি ভাবে ১৬টি ক্ষুদ্র দোকান কোটা নির্মাণ করে দেন। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা উক্ত দোকান কোটায় ব্যবসা করছেন।