সিলেটে হচ্ছে প্রথম ‘ক্রিকেট মিউজিয়াম’
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ৯:৪৪:৩৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে প্রায় প্রতিটি স্টেডিয়ামে রয়েছে একটি করে মিউজিয়াম। সেখানে তাদের ক্রিকেট ইতিহাস সাজানো। শতবছর আগের ক্রিকেট ‘বল-ব্যাট-জার্সি’ হোক কিংবা নতুন দিনের মিউজিয়ামে প্রবেশ করলেও ভেসে ওঠে বৃটেনের ক্রিকেট ইতিহাস। নিজেদের ক্রিকেটকে প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরতে পিছিয়ে নেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কাও মিউজিয়াম তৈরিতে পিছিয়ে নেই। কিন্তু বাংলাদেশ! না, এখানো বিসিবি কোনো ক্রিকেট মিউজিয়াম তৈরি করতে পারেনি। প্রায় ১০ বছর ধরে আর্কাইভ, মিউজিয়াম তৈরির নানা আশ্বাস শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। যতটা জানা যায়, রূপগঞ্জে শেখ হাসিনা স্টেডিয়ামেই হবে দেশের প্রথম পূর্নাঙ্গ ক্রিকেট জাদুঘর।
তবে তার আগেই সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ছোট পরিসরে হলেও খুব দ্রুতই এখানে একটি জাদুঘর তৈরি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের গ্রাউন্ড-২ এর কাজ শেষ হয়েছে। এখন একাডেমি, ডর্মেটরি ও প্রিপেড প্র্যাকটিস গ্রাউন্স এর কাজ বাকি। এগুলো হতে সময় লাগে। তবে তার আগে আমরা একটি ক্রিকেট মিউজিয়াম তৈরি করবো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভ্যন্তরে। হ্যাঁ, এটি তৈরি হলে সবার জন্য উন্মুক্ত থাকবে।’
একপাশে লাক্কাতুরা চা বাগান, আর সবুজে ঘেরা টিলার মাঝে স্টেডিয়াম। ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামের আদলে ভবনগুলো দাঁড়িয়ে আছে আপন রূপে আলো ছড়িয়ে। দেশি বা বিদেশে যেই সেখানে খেলতে গেছেন তারা এই স্টেডিয়ামের রূপে মোহিত হয়েছেন। এক সময়ের বিভাগীয় স্টেডিয়ামটির আন্তর্জাতিক পরিসরে যাত্রা ২০১৪’র টি-টোয়েন্টি বিশ্বকাপে। এখানে খুব বেশি খেলা হয়নি। তবে ২০১৮তে টেস্ট ও ওয়ানডে ভেন্যু হিসেবে মার্যাদা পেয়েছে। মাত্র ৭ বছরে এই স্টেডিয়ামে জাদুঘর হলে সেখানে কি রাখা হবে! এ বিষয়ে শফিউল আলম বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে স্টেডিয়ামের বয়স খুব কম। তবে রাখার মতো অনেক কিছুই আছে। যেমন প্রথম ম্যাচের কয়েন, বল, ব্যাট। আবার প্রথম টেস্ট ও ওয়ানডের নানা স্মৃতি স্মারক। সিলেটের ক্রিকেট ইতিহাস। এখানে খেলতে আসা ক্রিকেটারদের ছবি, স্মৃতি অনেক কিছুই রাখতে পারবো। ইংল্যান্ডের মতো এক দিন আমরা মিউজিয়ামগুলোকে সম্মৃদ্ধ করবো। কারণ, আমাদের ক্রিকেটও এগিয়ে যাবে যুগের পর। আমরা দেশের করোনা পরিস্থিতি ভালো হলে এই মিউজিয়াম নিয়ে কাজ শুরু করবো। আপাতত স্বল্প পরিসরে হলেও মিউজিয়াম আমরা চালু করবো।’ তার মানে দেশের প্রথম ক্রিকেট মিউজিয়ামটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই যাত্রা করবে। শফিউল আলম বলেন, ‘আমাদের মিউজিয়ামটি থাকবে স্টেডিয়ামের অভ্যন্তরেই। তবে সেটি এমনভাবে করা হবে যেন সাধারণ মানুষ গিয়ে দেখতে পারে।